অক্টোবর ২৮: চীনের রেলপথ কোম্পানি সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর নবম এশিয়ান শীতকালীন গেমসের রেলপথ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে। যা এশিয়ান শীতকালীন গেমসের যোগাযোগে গুরুত্বপূর্ণ সমর্থন দেবে।
পরিকল্পনা অনুযায়ী, এশিয়ান শীতকালীন গেমস আয়োজনের সময়, ইয়া পু লি শি রেলওয়ে স্টেশনে চলাচলকারী উচ্চ গতির ট্রেনের সংখ্যা হবে ৪০টি; ইয়া পু লি নান রেলওয়ে স্টেশনে ৩টি এশিয়ান শীতকালীন গেমসের বিশেষ ট্রেন চালু করা হবে। যা যাত্রীদের আরও সুবিধা দেবে।
নবম এশিয়ান শীতকালীন গেমস হারবিন-২০২৫ হবে চীনে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের পর আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সার্বিক শীতকালীন গেমস। আগামী বছরের ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি চীনের হারবিন শহরে এই গেমস আয়োজন করা হবে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)