সিপিসি প্রতিনিধির কিরগিজস্তান সফর
2024-10-28 14:04:01

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক : কিরগিজস্তান পার্লামেন্টের আমন্ত্রণে কিরগিজস্তান সফর করেছেন চীনের কমিউনিস্ট পার্টির চেচিয়াং প্রদেশের স্থায়ী কমিটির সদস্য ওয়াং চং। শুক্রবার থেকে রোববার পর্যন্ত কিরগিজস্তানে সফর করেন তিনি। 

তিনি কিরগিজস্তানের কমিউনিস্ট পার্টির নেতা আতা-জুর্তর সঙ্গে সাক্ষাৎ করেন এবং লুবান কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নেতাদের সঙ্গে সাক্ষাতকালে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ফলাফল সম্পর্কে আলোচনা করেন তিনি। পাশাপাশি দুই দলের সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরত্বারোপ করেন ওয়াং চং, যাতে চীন-কিরগিজস্তানের কৌশলগত অংশীদারিত্বের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে উন্নীত করা যায়।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া