অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে রোবট মানুষের জীবনে দিন দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বলা যায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুতই মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। শিল্প কারখানা থেকে শুরু করে আমাদের বাড়ি পর্যন্ত, রোবটগুলো বিভিন্ন কাজে সহায়তা করছে।
সম্প্রতি চীনে অনুষ্ঠিত ১৩৬তম ক্যান্টন মেলায় দেখা গেল কীভাবে রোবটগুলো শিল্প, সেবা এবং ঘরোয়া কাজে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয় বয়স্কদের যত্ন নেওয়ার ক্ষেত্রেও রোবটের ব্যবহার বাড়ছে। পাশাপাশি রোবটগুলো রান্না, কাপড় ধোয়া এবং ভাঁজ করাসহ এমন কোনও কাজ নেই যেখানে মানুষকে সহায়তা করছে না। এমনকি বয়স্কদের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া এবং তাদের স্বাস্থ্যের খেয়ালও রাখতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এসব রোবট।
এর গত আগস্টে বিশ্ব রোবট সম্মেলনে চীন ২৭টি মানবসদৃশ রোবট প্রদর্শন করে।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি