বিভিন্ন দেশের অভিন্ন নিরাপত্তা ও উন্নয়নের অধিকার এবং স্বার্থের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র
2024-10-28 19:09:40

অক্টোবর ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন সবসময় মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের উপর জোর দিয়েছে, মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিরোধিতা করেছে এবং মহাকাশে অস্ত্র মোতায়েনের বিরোধিতা করেছে। তবে, বিভিন্ন দেশের অভিন্ন নিরাপত্তা ও উন্নয়নের অধিকার এবং স্বার্থের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র 

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে মহাকাশকে একটি "যুদ্ধাঞ্চল" হিসাবে উল্লেখ করে। তারা মহাকাশে মার্কিন ক্ষমতা বাড়ায় এবং ‘মহাকাশ সামরিক জোট’ গঠন করে। যা মহাকাশে সব দেশের সাধারণ নিরাপত্তা এবং উন্নয়ন অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। চীন যুক্তরাষ্ট্রকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রচার বন্ধ করা, অস্ত্র সম্প্রসারণ ও মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করা এবং মহাকাশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যথাযথ অবদান রাখার আহ্বান জানায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)