অক্টোবর ২৮: জাপান গতকাল (রোববার) অনুষ্ঠিত ৫০তম প্রতিনিধি পরিষদ নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও নিউ খোমেইতো পার্টি নিয়ে গঠিত ক্ষমতাসীন জোট অর্ধেক আসন পায়নি। এর ফলে তাদের ক্ষমতায় থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
জাপানের তথ্য মাধ্যমে আজ (সোমবার) প্রকাশিত নির্বাচন ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন জোট মোট ২১৫টি আসন পেয়েছে, যা প্রতিনিধি পরিষদে ৪৬৫টি আসনের অর্ধেকেরও কম। জাপানি তথ্য মাধ্যমের বিশ্লেষণে বলা হয়, এমন ফলাফলের জন্য সামনে দেশটির প্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইশিবা শিগেরু সমালোচনার মুখে পড়তে পারেন এবং তাদের জোট অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা তা মূল বিষয় হবে।
(প্রেমা/হাশিম/ছাই)