অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাই মহানগরীর শাংহাই ফ্যাশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তৃতীয় শাংহাই পেট ফ্যাশন সপ্তাহ যেখানে পোষা প্রাণীদের প্রদর্শনী ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে।
পোষাপ্রাণী সম্পর্কিত ব্র্যান্ডের ১৫টি নতুন পণ্য প্রদর্শিত হয়েছে। ইভেন্টে একটি আইটেম ছিল পোষা প্রাণীর ক্যাটওয়াক। সেখানে বিড়াল ও কুকুরের পালকরা তাদের পোষাপ্রাণীর নৈপুণ্য প্রদর্শন করেন।
প্রদর্শনীর পৃথক প্যাভিলিয়নে টিকটিকি, পোকামাকড়, পাখি, আলপাকাসহ বিভিন্ন প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ দেয়া হয়।
এ আই রোবোটিক কুকুরের প্রদর্শনীও দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। এই রোবোটিক কুকুরের নির্মাতা প্রতিষ্ঠান জানায়, এই এআই রোবোটিক কুকুরগুলো কেবল তাদের মালিকদের সাথেই নয় বরং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের সাথে সংযোগ স্থাপন করে, তাদের মালিকদের দৈনন্দিন জীবনে একাধিক পরিস্থিতিতে সহায়তা করে।
ইভেন্টে পেট চ্যাম্পিয়ানশিপ, পেট ফোরাম, এবং পোষাপ্রাণীর বাজারও ছিল।
শান্তা/মিম