চীনের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ভিয়েতনাম
2024-10-28 18:08:40

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক : ভিয়েতনামের সঙ্গে আগামীতে সামরিক সম্পর্ক আরো গভীর করার প্রস্তাব দিয়েছে চীন। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শনিবার ভিয়েতনাম সফর করেন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান চাং ইউসিয়া। 

সফরকালে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি তো লাম, দেশটির প্রেসিডেন্ট লুং কুওং ও প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক করেন চাং ইউসিয়া। এ সময় স্বাধীনতা ও সমাজতান্ত্রিক উন্নয়নে ভিয়েতনামের পাশে থাকায় চীনের প্রতি কৃতজ্ঞতা জানান নেতারা।

চাং বলেন, বেইজিং বরাবরই দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও সামরিক সম্পর্ককে গুরুত্ব দেয়। আগামীতে রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, সংস্কৃতিসহ বিভিন্ন খাতে এই সম্পর্ক আরো শক্তিশালী করার আশাবাদ জানান তিনি।

বৈঠককালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে উল্লেখ করে আগামীতে বাস্তবসম্মত উপায়ে এটি আরো বৃদ্ধির আশাবাদ জানান লাম।

তো লাম বলেন, চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ভিয়েতনামের পররাষ্ট্র নীতির অন্যতম শীর্ষ অগ্রাধিকার।

সফরকালে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী ফান ভান জাং-এর সাথেও বৈঠক করেন চাং ইউছিয়া। সে সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন তারা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক বেশকিছু চুক্তি স্বাক্ষর হয়।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- চায়না ডেইলি