গাজায় ২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে মিশর
2024-10-28 11:08:05

অক্টোবর ২৮: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গতকাল (রোববার) বলেছেন, গাজায় ২ দিনের মতো যুদ্ধবিরতি করা উচিত, যাতে ইসরায়েলে ও ফিলিস্তিনে আটক রাখা বন্দিদের বিনিময় করা যায়।

এদিন কায়রোতে সফররত আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবোউনের সাথে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিসি। তিনি জানান, ১০ দিনের মধ্যে জোর আলোচনা শুরু করা হবে, যাতে গাজায় সার্বিক যুদ্ধবিরতি ও চিকিত্সা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা যায়।

(সুবর্ণা/হাশিম/রুবি)