পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন শেনচৌ-১৮’র নভোচারীরা
2024-10-28 18:09:31

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ স্টেশনে দায়িত্ব পালন শেষে পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন চীনের শেনচৌ ১৮ মহাকাশযানের তিন নভোচারী। 

তিন চীনা নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং এবং লি কুয়াংসু চলতি বছরের এপ্রিলের শেষের দিকে থিয়েনকং স্টেশনে পৌঁছান। তারা শেনচৌ ১৯ সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করে এরপর ফিরবেন পৃথিবীতে।

ফিরে আসার প্রস্তুতির অংশ হিসেবে নভোচারীরা মহাকাশে ডেটা গুছানো ও গ্রুপে পাঠানো, বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা এবং ফেরত পাঠানোর সামগ্রীর সংগ্রহের কাজ সম্পন্ন করেছেন।

শেনচৌ-১৮ চীনের ১৩তম মানববাহী মহাকাশ মিশন, যা এপ্রিল মাসের ২৫ তারিখ তিনজন নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই তিনজন নভোচারী চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ছয় মাস অবস্থান শেষে এখন পৃথিবীতে ফিরে আসবেন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি