কিরিবাতির প্রেসিডেন্ট মামাউকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট
2024-10-28 14:01:18

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: কিরিবাতির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় তানেতি মামাউকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

রোববার পাঠানো অভিনন্দন বার্তায় সি চিনপিং বলেন, চীন এবং কিরিবাতি ভাল বন্ধু, ভাল অংশীদার এবং ভাল ভাই।

তিনি বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে চীন-কিরিবাতি কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পর থেকে, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক পারস্পরিক আস্থা, ফলপ্রসূ ব্যবহারিক সহযোগিতা ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করছে।

তিনি আরও বলেছেন, চীন ও কিরিবাতির সম্পর্ক উন্নত হচ্ছে এবং এই উন্নয়নের সুফল দুই দেশ উপভোগ করছে। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য মামাউয়ের সঙ্গে কাজ করতে চান তিনি যাতে দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা যায়।

শান্তা/মিম