ওয়ার্ল্ড সিটিস ডে চায়না প্রদর্শনী
2024-10-28 14:06:57

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের শানতোং প্রদেশের ওয়েইহাই সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ২০২৪ ওয়ার্ল্ড সিটিস ডে চায়না বা চীন- বিশ্ব নগর দিবস উপলক্ষে একটি প্রদর্শনী। ৩০টি দেশ ও অঞ্চলের দুই হাজারের বেশি প্রতিনিধি এই প্রদর্শনীতে অংশ নেন।

প্রদর্শনীতে টেকসই উন্নয়ন, পরিবেশসম্মত নগরায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় যা ভবিষ্যতের পরিবেশসম্মত উন্নত নগর সুবিধাকে প্রতিফলিত করেছে। অত্যাধুনিক লাইফস্টাইলের বিভিন্ন সামগ্রীও এখানে প্রদর্শিত হয়।

শান্তা/নাহার