অক্টোবর ২৮: সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা ‘স্বাস্থ্যকর চীন সম্বন্ধে সি চিন পিং-এর বক্তব্য’ বইটি প্রকাশ করেছে।
জনস্বাস্থ্য হল সমাজতন্ত্রের আধুনিকায়নের গুরুত্বপূর্ণ প্রতীক। সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে, সি চিন পিং কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি সবসময় জনগণ ও প্রাণকে শীর্ষ স্থানে রেখেছে, সবসময় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছে, দৃঢ়ভাবে চীনের বৈশিষ্ট্যময় স্বাস্থ্য উন্নয়নের পথ অনুসরণ করেছে, নতুন যুগের স্বাস্থ্যকর কাজের নীতি প্রণয়ন করেছে, সার্বিকভাবে স্বাস্থ্যকর চীন নির্মাণ এগিয়ে নিয়েছে, চিকিত্সা ও ওষুধ ব্যবস্থার সংস্কারকে সম্প্রসারণ করেছে, বিশ্বের বৃহত্তম আকারের চিকিত্সা ব্যবস্থা স্থাপন করেছে, শহর ও গ্রামকে অন্তর্ভুক্ত করে গণচিকিত্সা সেবা ব্যবস্থা সুসংহত করেছে। এতে চীনাদের স্বাস্থ্যের মান উল্লেখযোগ্য মাত্রায় উন্নত হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং স্বাস্থ্যকর চীন নির্মাণে যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, তা খুবই তাত্পর্যপূর্ণ; যা নতুন যুগে চীনের স্বাস্থ্য-সংক্রান্ত উন্নয়ন এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্মাণের দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)