চীনের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের আর্থ-বাণিজ্যিক বিধিনিষেধ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে
2024-10-28 18:05:24

অক্টোবর ২৮: সম্প্রতি চীনের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধ নিয়ে আজ (সোমবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিসের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চীনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রচার কাউন্সিলের উপ-পরিচালক জাং সাও কাং বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যরা চীনের বিরুদ্ধে কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধ দিয়েছে। এগুলি একতরফা পদক্ষেপ যা স্পষ্টভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের সহযোগিতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চীনা ব্যবসায়ী সমাজ এর দৃঢ় বিরোধিতা জানায়।

জাং জোর দিয়ে বলেন, এটি শুধু চীনা ব্যবসায়ী সমাজ নয়, বিশ্বব্যাপী ব্যবসায়ী সমাজের সাধারণ কণ্ঠস্বর। সম্প্রতি, চীনা কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড চার শতাধিক বিদেশি-বিনিয়োগকৃত উদ্যোগের উপর একটি সমীক্ষা চালিয়েছে। ৬৪.৯ ও ৬৬.৬ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান মনে করে যে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার কর্তৃক জারি করা বিদেশি বিনিয়োগ-সম্পর্কিত নীতির একটি ভাল প্রভাব রয়েছে। তারা চীন সরকারের উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রসারের সংকল্প বুঝতে পারে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)