অক্টোবর ২৮: চীনের গুপ্তচরবৃত্তির কাজের অভিযোগ একদম মিথ্যা। আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই কথা বলেছেন।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সম্প্রতি বলেছে যে, পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে যে, চীন প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ধ্বংস করার উদ্দেশ্যে এবং চীনের অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তির কার্যক্রম চালাচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো চীনের কার্যকলাপ ঠেকাতে অক্ষম। এ বিষয়ে মুখপাত্র লিন চিয়ান বলেন, এমন খবর প্রচারের কোনো বাস্তব ভিত্তি নেই। তবে, চীন লক্ষ্য করেছে যে, দীর্ঘদিন ধরে সিআইএ অন্যান্য দেশের গোপন তথ্য চুরি করা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং অন্যান্য দেশের শাসনব্যবস্থা উত্খাত করার জন্য বিভিন্ন ঘৃণ্য পদ্ধতি ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র কখনোই চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি বন্ধ করেনি। যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ধরে তার মিত্রদের থেকে ব্যাপক গোপন তথ্য নিচ্ছে। সারা বিশ্বে নিরঙ্কুশভাবে গুপ্তচরবৃত্তি তৎপরতা চালানোর পাশাপাশি অন্য দেশগুলোকে গুপ্তচর হিসেবে অভিযুক্ত করা বিভ্রান্তিমূলক কাজ। যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে ভুল আচরণ বন্ধ করা এবং বিশ্বে আর হাঙ্গামা সৃষ্টি না করা।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)