ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হামলা সফল হয়েছে: নেতানিয়াহু
2024-10-28 11:00:50

অক্টোবর ২৮: ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর গত শনিবার ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল। এ বিষয়ে গতকাল (রোববার) দু’দেশের নেতারা নিজ নিজ বিবৃতি প্রকাশ করেছেন। ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর চালানো হামলা সফল হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের হামলার ফলাফল নিয়ে কোনো মিথ্যাচার প্রচার করা উচিত নয়।

এদিন ইসরায়েল টাইমস পত্রিকার সূত্রে জানা গেছে, নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলা সফল হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উত্পাদন স্থাপনার ওপর এ সব হামলা চালানো হয়। এ বিষয়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

তবে, ইরানের সামরিক পক্ষ জানিয়েছে যে, আইডিএফের হামলায় সীমিত ক্ষতি হয়েছে। ইরানের ইসলামিক রিপাবলিক সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, এদিন দেশটির নিহত সৈন্যদের আত্মীয়স্বজনের সাথে সাক্ষাত্কালে খামেনি বলেছেন, ইরানের ওপর ‘আগ্রাসী আচরণের’ ফলাফল নিয়ে মিথ্যাচার করেছে ইসরায়েল। তারা ভুল হিসাব-নিকাশের মধ্যে রয়েছে। ইসরায়েল, ইরানকে চেনে না। ইরানের জনগণের শক্তি-সামর্থ্য, ইচ্ছা-উদ্যম এবং উদ্যোগ-উদ্ভাবন এখনো ঠিক মতো বুঝতে পারেনি তারা।

(সুবর্ণা/হাশিম/রুবি)