ফু চিয়ানে দ্বিতীয় বিশ্ব সিনোলজিস্ট সম্মেলন শুরু
2024-10-28 15:03:33


অক্টোবর ২৮: ‘চীনা সভ্যতাকে বুঝুন এবং বিশ্ব আধুনিকায়ন বেগবানের জন্য হাতে হাত রাখুন’— থিম নিয়ে দ্বিতীয় বিশ্ব সিনোলজিস্ট সম্মেলন গতকাল (রোববার) চীনের ফু চিয়ান প্রদেশের নান পিং শহরে শুরু হয়েছে। সম্মেলনটি চীন আন্তর্জাতিক বিনিময় অ্যাসোসিয়েশন এবং ফু চিয়ান প্রাদেশিক  সরকার যৌথভাবে আয়োজন করেছে। এতে ৬০টিরও  বেশি দেশের ২০০ জনেরও বেশি চীনা এবং বিদেশী প্রতিনিধি অংশ নিচ্ছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের দায়িত্বে থাকা ব্যক্তি তাঁর বক্তৃতায় বলেছেন, চীনা সভ্যতায় শান্তিকে মূল্য দেওয়ার ঐতিহাসিক নজির, বিভিন্ন জিনিস ও বিষয় গ্রহণ  করার একটি বিস্তৃত মন, নিজেকে প্রতিষ্ঠিত করা এবং অন্যকে সাহায্য করার মূল্যবোধ রয়েছে।  চীন সারা বিশ্বের সিনোলজিস্টদের সাথে বিনিময় এবং সংলাপ জোরদার করতে, যৌথভাবে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা এবং বিশ্ব সিনোলজি গবেষণা উচ্চমানে উন্নীত করতে ইচ্ছুক, যাতে বিভিন্ন দেশের যৌথভাবে আধুনিকায়ন বেগবানের জন্য মেধা ও শক্তি যোগানো যায়।

সম্মেলনে উপস্থিত বিদেশী অতিথিরা বলেন, চীনা সভ্যতা মানবজাতির একটি মূল্যবান সম্পদ। তাঁরা সক্রিয়ভাবে চীনা সংস্কৃতি ছড়িয়ে দিতে, তিনটি বড় বৈশ্বিক উদ্যোগের বাস্তবায়ন করতে এবং একটি উন্নত বিশ্ব গড়তে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।

(রুবি/হাশিম/সুবর্ণা)