চীনে বেসামরিক বিমান চলাচলে রেকর্ড
2024-10-28 14:03:03

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিভিল এভিয়েশন সেকটর বা বেসামরিক বিমান চলাচল খাত চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড করেছে। চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

তৃতীয় ত্রৈমাসিকে, দেশের সিভিল এভিয়েশন সেক্টরে মোট পরিবহন টার্নওভার, যাত্রী ভ্রমণ, সেইসাথে কার্গো এবং ডাক পরিবহনের পরিমাণ যথাক্রমে ১৯.৮  শতাংশ ১২.৩ শতাংশ এবং ১৯.৪  শতাংশ বেড়েছে।

এদিকে একই সময়ে যাত্রীদের ট্রিপ ২০০ মিলিয়ন হয়েছে। মোটের মধ্যে, অভ্যন্তরীণ রুটে ১৮০ মিলিয়ন যাত্রী ট্রিপ নিবন্ধিত হয়েছে, যা বছরে ৮.৩ শতাংশ বেশি, যেখানে আন্তর্জাতিক রুটে ১৮.২ মিলিয়নেরও বেশি ট্রিপ রেকর্ড করা হয়েছে, যা বছরে ৭৮ শতাংশ বেড়েছে।

সিএএসি জানিয়েছে, সিভিল এভিয়েশন মার্কেটের মালবাহী পরিমাণ এই সময়ের মধ্যে ২.৩ মিলিয়ন টন ছাড়িয়েছে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মালবাহী পরিবহন গেল বছরের একই সময়ের তুলনায়  যথাক্রমে ১২.৯ শতাংশ এবং ৩০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷

শান্তা/মিম