আবর্জনায় ভারতে যমুনা নদীতে বিষাক্ত ফেনা
2024-10-28 16:36:45

অক্টোবর ২৮: অপরিশোধিত শিল্প ও গার্হস্থ্য বর্জ্যের কারণে ভারতের দিল্লির কাছে যমুনা নদী বিষাক্ত ফেনায় আবৃত হয়ে রয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকর এ ফেনায় অ্যামোনিয়া এবং ফসফেটের উচ্চ ঘনত্ব রয়েছে, যা শ্বাসযন্ত্র এবং ত্বকের সমস্যাসহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।

 (স্বর্ণা/হাশিম/লিলি)