চীন-স্লোভাকিয়া সম্পর্ক আরও উচ্চ মানে উঠবে: মুখপাত্র
2024-10-28 19:24:34


অক্টোবর ২৮: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিসো ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চীনে আনুষ্ঠানিক সফর করবেন। এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে জানান, চীন-স্লোভাকিয়া সম্পর্ককে আরও উচ্চ মানে উঠাতে চায় বেইজিং। 


তিনি জানান, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিসোকে স্বাগত জানায় চীন। তিনি বলেন, নয়া চীনকে সবচেয়ে আগে স্বীকৃতি দেওয়া অন্যতম দেশ স্লোভাকিয়া। দু’দেশের ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। এ বছর হচ্ছে চীন-স্লোভাকিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী।দু’দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। নানা খাতের বিনিময় ও সহযোগিতার সুফল অর্জিত হয়েছে। 


তিনি জানান, এবারের প্রধানমন্ত্রী রবার্ট ফিসোর সফরের সুযোগে, চীন স্লোভাকিয়ার সঙ্গে একযোগে দু’দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করে, নানা খাতের বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করা, উচ্চ গুণগত মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা ও চীন-কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চ মানে উঠাতে চায়। (আকাশ/তৌহিদ/ফেইফেই)