চীন বিশ্বের জৈব নিরাপত্তা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে
2024-10-28 19:25:53

অক্টোবর ২৮: আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বিশ্বের জৈব নিরাপত্তা পরিচালনা নিয়ে চীন ও লাওসের যৌথ উদ্যোগের অবস্থা অবহিত করেছেন।

সম্প্রতি চীন ও আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ লাওস চীনের শেনচেন শহরে যৌথভাবে জৈব অস্ত্র নিয়ন্ত্রণ এবং জৈব নিরাপত্তা বিষয়ক দক্ষিণ-পূর্ব এশিয়া সেমিনার আয়োজন করেছে। এর ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে।

মুখপাত্র বলেন, চীন বিশ্বের জৈব নিরাপত্তা পরিচালনার ওপর অনেক গুরুত্ব দেয়। চীন ইতোমধ্যে জৈব নিরাপত্তা পরিচালনা সামর্থ্যকে ‘বিশ্ব নিরাপত্তা উদ্যোগ’ দলিলে অন্তর্ভুক্ত করেছে। চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংশ্লিষ্ট সহযোগিতা চীন ও আসিয়ানের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে নতুন শক্তি যোগাবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)