তাইওয়ান অঞ্চলে মার্কিন অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে চীন; এ অবস্থান বরারই এক ও সুস্পষ্ট: মুখপাত্র
2024-10-28 19:22:44


অক্টোবর ২৮: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়ান জানান, তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে চীন; এ অবস্থান বরাবরই এক ও সুস্পষ্ট। 


তিনি জানান, মার্কিন নেতা আগে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, যুক্তরাষ্ট্র তা বারবার লঙ্ঘন করেছে। এহেন আচরণ তাইওয়ান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এর দৃঢ় বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ ও ‘চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার’ মেনে চলা, তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করা, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত না দেওয়া। 


তিনি জানান, তাইওয়ান অঞ্চলে লাই ছিং দ্য কর্তৃপক্ষ অস্ত্র কিনলে, নিরাপত্তা আসবে না, এতে তাইওয়ান শুধুই যুদ্ধের ঝুঁকিতে পড়বে। 


তিনি জোর দিয়ে জানান, চীনের একীকরণ অবশ্যই হবে, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা’ ও বাইরের হস্তক্ষেপ তা প্রতিরোধ করতে পারবে না। তারা চীনের একীকরণের দৃঢ় প্রতিজ্ঞাকে নাড়াতে পারবে না।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)