অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: ব্যাংকিং ব্যবস্থায় পরিমিত এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখতে এবং অর্থনীতিকে আরও স্থীতিশীল সমৃদ্ধ করতে সরাসরি বিপরীত রেপো পরিচালনা করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি)। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাতদিনের মধ্যে ২৪১ বিলিয়ন ইউয়ান তারল্য সংগ্রহে ১ দশমিক ৫ শতাংশ সুদের হারে রিভার্স রেপো পরিচালনা করছে তারা।
কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট সুদের বিনিময়ে ঋণ দেয় তাকে রেপো বলে। অন্যদিকে রিভার্স রেপো হলো কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেয়। এ ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় তখন তাদের কিছু ‘সিকিউরিটিজ’ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। সিকিউরিটিজ হিসেবে হতে পারে স্বর্ণ কিংবা ট্রেজারি বিল।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি