অক্টোবর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১৩৬তম ক্যান্টন ফেয়ার বা আমদানি-রপ্তানি মেলার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। গেল ২৩ অক্টোবর থেকে দেশটির কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে শুরু হওয়া এ মেলার দ্বিতীয় পর্ব শেষ হয় রোববার।
দ্বিতীয় পর্বের এই মেলায় ৫ লাখ ১৫ হাজার বর্গ মিটার জায়গাজুড়ে প্রদর্শিত হয় গৃহস্থালি পণ্য, উপহার,নির্মাণ সামগ্রী ও ফার্নিচার। যেখানে ১০ হাজারেরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে।
১৯৫৭ সালে চালু হওয়া এবং বছরে দুবার অনুষ্ঠিত এ মেলাটিকে চীনের বৈদেশিক বাণিজ্যের একটি প্রধান প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করা হয়।
মেলার তৃতীয় পর্ব শুরু হবে ৩১ অক্টোবর। তিন পর্বের মেলা চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি