তাইওয়ান অঞ্চলে অস্ত্র দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান চীনের
2024-10-27 17:49:29

তাইওয়ান অঞ্চলে অস্ত্র দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান চীনের

অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানকে অবিলম্বে অস্ত্র প্রদান বন্ধ করতে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এমন কর্মকাণ্ড বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই আহ্বান জানান।

এর আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ২৬ অক্টোবর একটি বিবৃতিতে জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাইওয়ানের কাছে ১৯৮ কোটি ৮০ লাখ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যার মধ্যে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং রাডার সিস্টেম রয়েছে। 

এরই পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,  তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে।  

অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ লঙ্ঘন করে উল্লেখ করে তিনি বলেন,  যুক্তরাষ্ট্র ক্ষতি করে তাইওয়ান প্রণালী জুড়ে সম্পর্ক, শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে তাইওয়ানের তথাকথিত স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে গুরুতর ভুল বার্তা পাঠাচ্ছে। চীন এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তের দৃঢ় নিন্দা করে বলেও মন্তব্য করেন তিনি।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিজিটিএন