অক্টোবর ২৭: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাইকারি ও খুচরা শিল্পের উন্নয়ন অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, চলতি বছর চীনের পাইকারি ও খুচরা শিল্পের সুষ্ঠু উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন আধুনিক বাণিজ্যিক ব্যবস্থার নির্মাণ দ্রুততর করছে। দেশের অর্থনৈতিক চক্র সুষ্ঠু রাখা এবং নতুন উন্নয়ন কাঠামো নির্মাণে সমর্থন দিয়েছে। পরিসংখ্যান ব্যুরোর সূচক অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, চীনে পাইকারি ও খুচরা বিক্রির পরিমাণ ৯.৪ ট্রিলিয়ন ইউয়ান। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেশি এবং তা দেশের জিডিপিতে অবদান রেখেছে ৯.৮৭ শতাংশ।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের খুচরা বিক্রির পরিমাণ ৩১.৪ ট্রিলিয়ন ইউয়ান; যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)