চলতি বছর চীনে প্রবেশ ও প্রস্থান করা ব্যক্তির সংখ্যা ১.৫ কোটি ছাড়িয়েছে
2024-10-27 17:37:43

অক্টোবর ২৭: শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত, বেইজিং জেনারেল বর্ডার ইন্সপেকশন স্টেশন দিয়ে এ বছর ১.৫ কোটিরও  বেশি মানুষ প্রবেশ ও প্রস্থান করেছে। যা আগের বছরের চেয়ে প্রায় ১০৪.৯ শতাংশ বেশি এবং গত বছরের মোট প্রবেশ-প্রস্থান করা ব্যক্তির সংখ্যা ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে, ৩৮.১৩ লাখ বিদেশি দেশে প্রবেশ করেছে এবং প্রস্থান করেছে, যা বছরে প্রায় ১৪৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

১৫ অক্টোবর চীন পর্তুগাল, গ্রিস, সাইপ্রাস ও স্লোভেনিয়ার সাধারণ পাসপোর্টধারীদের জন্য পরীক্ষামূলকভাবে একতরফা ভিসা-মুক্ত নীতি চালু করেছে। চীনের ভিসা-মুক্ত নীতি "বন্ধুবলয়" প্রসারিত করছে এবং মানুষের বিনিময়ের সুবিধা বাড়াচ্ছে। এ কারণে "চীন ভ্রমণ" আরো জনপ্রিয় হচ্ছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)