দ্রুত জিম্বাবুয়ের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিছু দেশ ও সংস্থাকে তাগিদ দেয় চীন
2024-10-27 17:54:07

অক্টোবর ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গত শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ২০১৯ সালে ৩৯তম দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সমাজের শীর্ষসম্মেলনে ২৫ অক্টোবরকে ‘নিষেধাজ্ঞা বিরোধী দিবস’ হিসাবে নির্ধারণ করা হয় এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ ও সংস্থাকে তাগিদ দেওয়া হয়।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ ২০ বছরেরও বেশি সময় ধরে জিম্বাবুয়ের উপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যা জিম্বাবুয়ের জাতীয় সার্বভৌমত্বকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। শিগগিরি জিম্বাবুয়ের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিছু দেশ ও সংস্থাকে আহবান জানায় চীন। জিম্বাবুয়েকে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অর্জনে সহায়তা করতে চীন আফ্রিকান দেশ ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করতে চায়।

 

(জিনিয়া/তৌহিদ/ফেই)