চীনের নবায়নযোগ্য শক্তি উৎপাদনে নতুন অধ্যায়
2024-10-27 17:50:19

অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছিংহাই প্রদেশে অবস্থিত মায়ারতাং জলবিদ্যুৎ কেন্দ্রে এক মাইলফলক অর্জিত হয়েছে। এই বিশাল প্রকল্পের প্রথম ইউনিটের জেনারেটর রোটার সফলভাবে স্থাপন করা হয়েছে।  এর ফলে কেন্দ্রটিতে শিগগিরই বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা যাবে। সংশ্লিষ্টরা বলছেন চলতি বছরের শেষ নাগাদ এর কার্যক্রম শুরু হবে।

রোটারটির ওজন প্রায় ২৭০ টন। এটি টার্বাইন জেনারেটর সেটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মাত্র ৪০ মিনিটের মধ্যে সুবিশাল রোটারটি স্থাপন করা সম্ভব হয়েছে।

জলবিদ্যুৎ কেন্দ্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৩০০ মিটার উঁচুতে। এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩২ মিলিয়ন কিলোওয়াট। এতে পাঁচটি জলবিদ্যুৎ উৎপাদন ইউনিট রয়েছে।

ডিসেম্বরে সমস্ত ইউনিট চালু হলে কেন্দ্রটি বছরে গড়ে ৭ দশমিক ৩ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে, যা প্রতি বছর প্রায় ৮ দশমিক ১৬ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমিয়ে আনতে সাহায্য করবে।

মায়ারতাং জলবিদ্যুৎ কেন্দ্র চীনের পরিবেশগত লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটি দেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশকে সুরক্ষিত করতেও ভূমিকা রাখবে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি