চায়না ইনটেনজিবল কালচার হেরিটেজ এক্সপো অনুষ্ঠিত
2024-10-27 17:47:10

অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অষ্টম চীন অধরা সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী। পূর্ব চীনের শানতোং প্রদেশের রাজধানী চিনানে অনুষ্ঠিত হয় এটি। 

এতে প্রযুক্তিচালিত অভিজ্ঞতাকে কেন্দ্র করে আধুনিক জীবনে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।

‘সুরক্ষা, উত্তরাধিকার এবং উদ্ভাবন’ থিমে এই বছর মোট ২১১টি আইসিএইচ আইটেম প্রদর্শন করা হয়।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি