অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক : বিশ্ব শহর দিবস ২০২৪ পালন শুরু হয়েছে চীনে। শনিবার পূর্ব চীনের শানতোং প্রদেশের ওয়েইহাই সিটিতে শুরু হয়েছে তিন দিনের এই ইভেন্ট। এতে ৩০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে দুই হাজারের বেশি অতিথি অংশগ্রহণ করেছেন।
‘উন্নত জীবনের জন্য মানব-কেন্দিক শহর তৈরি করুন’ থিমে শুরু হওয়া এবারের ইভেন্টে নতুন যুগে উচ্চমানের নগর উন্নয়নের ওপর মেয়র ফোরাম, সুন্দর সিটি ফোরাম, ১২টি বিভিন্ন কার্যকলাপ এবং থিমযুক্ত প্রদর্শনী রয়েছে। অনুষ্ঠানটি চীনের আবাসন ও নগরপল্লী উন্নয়ন মন্ত্রণালয়, ইউএন-হ্যাবিট্যাট এবং শানতোং প্রাদেশিক সরকার যৌথভাবে আয়োজন করেছে।
বিশ্ব শহর দিবস মূলত ৩১ অক্টোবর অনুষ্ঠিত জাতিসংঘের একটি দিবস। এটি বিশ্বব্যাপী নগরায়ণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ, নগরায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং বিশ্বব্যাপী টেকসই নগর উন্নয়নে অবদান রাখার একটি সুযোগ করে দেয়।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি