অক্টোবর ২৭: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (রোববার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি বলেন, চীনে ইতোমধ্যে গ্রীষ্মকালীন শস্য ও ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর প্রথমবারের মতো ১.৪ ট্রিলিয়ন চিনের বেশি শস্য উত্পাদন হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, চীনের শস্য উত্পাদন টানা নয় বছর ধরে ১.৩ ট্রিলিয়ন চিনে স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, আধা কেজিতে ১ চিন হয়।
(জিনিয়া/তৌহিদ/ফেই)