অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের বাণিজ্যিক শহর ছোংছিংয়ের সঙ্গে ৭৫০ কোটি ইউয়ান (প্রায় ১০৬ কোটি ডলার) মূল্যের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে বেশক’টি বিদেশি কোম্পানি।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের আয়োজনে সম্প্রতি একটি আয়োজনে এ চুক্তি স্বাক্ষর হয়।
‘নতুন অভ্যন্তরীণ কেন্দ্রগুলোর বিকাশে ছোংছিং এবং পশ্চিম চীনে নতুন সুযোগকে সাদরে গ্রহণ করা’ থিমের এ আয়োজনে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৬০টিরও বেশি দেশের বহুজাতিক কোম্পানি অংশ নেয়। চীনের জ্বালানি, বায়োমেডিসিন, সরঞ্জাম উৎপাদন, আর্থিক ও আধুনিক পরিষেবা খাতে আসবে এ বিনিয়োগ।
ছোংছিং মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের পরিচালক কাও চিয়ান জানালেন, এনার্জি ফাউন্ডেশন চায়না এবং ইকো প্রাইমসহ বিদেশি অর্থায়নের প্রতিষ্ঠানের সঙ্গে ছয়টি চুক্তি হয়েছে। প্রকল্পগুলো অন্যান্য ক্ষেত্রের মধ্যে সবুজ এবং কম-কার্বন উদ্যোগ এবং সাধারণ বিমান চলাচল ব্যবস্থার বিকাশ ঘটাবে বলে আশা করা হচ্ছে।
বিদেশি অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোর মধ্যে একটি হলো ইকো প্রাইম। যুক্তরাষ্ট্র ও ইউরোপে জৈব জ্বালানি পণ্য রপ্তানি করতে প্রতিষ্ঠানটি ছোংছিং থেকে গৃহস্থালির বর্জ্য তেল এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পাম তেল সংগ্রহ করে। অনন্য ভৌগলিক সুবিধার কারণেই ছোংছিংয়ে সদর দপ্তর চালু করেছে প্রতিষ্ঠানটি।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি