অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: পরিবেশ ও বাস্তুসংস্থানের উন্নয়নে কোমর বেঁধে নেমেছে চীন। এর অংশ হিসেবে এবার উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে সম্পন্ন করা হয়েছে বার্ষিক পরিযায়ী জলচর পাখির জরিপ। জরিপে ৫৮ প্রজাতির প্রায় ৯৩ হাজার পাখির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে ছিংহাইয়ের বিভিন্ন জলাভূমিতে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের জরিপ বেশ গুরুত্বপূর্ণ ফলাফল দেয় বলে জানিয়েছে প্রাদেশিক গ্রাসল্যান্ড ব্যুরো।
গত বছর, ছিংহাই প্রশাসন শরতের পরিযায়ী জলচর পাখি নিয়ে প্রথম জরিপ পরিচালনা করে। তখন ১৩টি গোত্রের ৬১টি প্রজাতি শনাক্ত করা হয়। প্রাদেশিক ও গ্রাসল্যান্ড ব্যুরোর নেতৃত্বে চলতি বছরের জরিপকাজ শুরু হয় ২৪ সেপ্টেম্বর থেকে। প্রদেশজুড়ে ৫৭টি স্থানে জরিপটি পরিচালিত হয়েছে।
ছিংহাই প্রাদেশিক বনায়ন এবং তৃণভূমি ব্যুরোর বন্যপ্রাণী সুরক্ষা বিভাগের পরিচালক চাং ইউ জানালেন, প্রায় ৭ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছিংহাইতে বেশক’টি সংরক্ষিত মিঠাপানির জলাভূমি রয়েছে। প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা দেখা যায় সেখানে। প্রদেশটি অপেক্ষাকৃত উঁচুভূমিতে হওয়ায় এ জরিপ চালানো ছিল একটি চ্যালেঞ্জিং কাজ ছিল।
চাং জানান, সমীক্ষার মান বাড়াতে এ বছর জরিপের সময়কাল এক সপ্তাহ থেকে বাড়িয়ে এক মাস করা হয়। অক্টোবরের শেষ পর্যন্ত জরিপ চলবে বলেও জানান তিনি।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি