ডিজিটাল জ্ঞানে দক্ষ ৬০ ভাগ চীনা
2024-10-27 17:45:08

অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি ডিজিটাল সাক্ষরতা ও দক্ষতার প্রাথমিক কিংবা উচ্চস্তরে রয়েছে। সম্প্রতি চীনের সাইবারস্পেস প্রশাসনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, চীনের প্রায় ৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষতার প্রাথমিক বা উচ্চস্তরে রয়েছে। অপ্রাপ্তবয়স্কদের মধ্যে এ হার প্রায় ৬৫ শতাংশ।

প্রতিবেদনটি ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষতার স্তরকে তিনটি বিভাগে ভাগ করে তৈরি করা হয়েছে। ভাগগুলো হলো—প্রাথমিক, মধ্যবর্তী এবং উন্নত। শ্রেণিবিভাগটি চীনাদের ডিজিটাল জ্ঞান, প্রায়োগিক দক্ষতা ও মানসিকতার ওপর ভিত্তি করে তৈরি করা, যা কিনা তাদের ডিজিটাল জীবন, কাজ ও পড়াশোনার ক্ষেত্রে দেখা যায়।

ডিজিটাল সাক্ষরতা ও উচ্চশিক্ষা অর্জনের মধ্যে ইতিবাচক সম্পর্কের প্রতিফলনও দেখিয়েছে এ প্রতিবেদন।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিনহুয়া