চীনা প্রযুক্তিতে টমেটো উৎপাদন বেড়েছে কেনিয়ায়
2024-10-27 17:42:49

অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উদ্ভাবিত টমেটো গ্রাফটিং প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ পুরোদমে শুরু করেছে কেনিয়া। এতে করে দেশটির পরীক্ষামূলক খামারগুলোয় টমেটো উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

টমেটোর চাহিদা বাড়ার সঙ্গে কেনিয়ায় কীটপতঙ্গ, রোগ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জও হয়েছে তীব্র। তাই চীনের নতুন গ্রাফটিং পদ্ধতি তাদের জন্য উদ্ভাবনী সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে।

কেনিয়ার নাকুরু কাউন্টির এগারটন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক লিউ ইউথাও ব্যাখ্যা করে বলেছেন, নতুন এ গ্রাফটিং পদ্ধতিতে একটি শক্তিশালী রোগ-প্রতিরোধী জাতের শিকড়ের সঙ্গে উচ্চ ফলনশীল টমেটো জাতের অঙ্কুর যুক্ত করা হয়।

চীনের নানচিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা লিউ বলেন, এতে করে কলম চারায় উচ্চ মানের টমেটো ও শিকড়গুচ্ছ তৈরি হয়।

তিনি আরও বলেন, কলম চারাগুলোর বৃদ্ধি ও ফলন বেশি এবং এগুলো তাড়াতাড়ি পরিপক্ক হয়। এর মাধ্যমে ফলন ৫০ শতাংশ বাড়ে বলেও জানান লিউ।

চায়না-ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ফ্যাসিলিটির অর্থায়নে পরিচালিত প্রকল্পের অংশ হিসেবে নানচিং অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং এগারটন ইউনিভার্সিটির মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় কৃষকদের এই প্রযুক্তি সম্পর্কে জানানো হয়।

কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নাকুরু শহরে এ প্রকল্প পরিচালিত হচ্ছে।

এই বছরের শুরুতে চালু হওয়ার পর থেকে, প্রকল্পটি এক হাজারেরও বেশি কেনিয়ান কৃষককে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ দিয়েছে।

এগারটনের উদ্যানতত্ত্বের প্রভাষক স্টিফেন গিথেঙ্গু বলেন, প্রকল্পে নাকুরু কাউন্টির ক্ষুদ্র কৃষকদের মালিকানাধীন ১৫টি গ্রিনহাউস রয়েছে যারা নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত।

লিউ বলেন, গত বছর কেনিয়ায় ২ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে টমেটো রোপণ করা হয়েছিল, যার মোট উৎপাদন ছিল ৬ লাখ ৮১ হাজার টন।

২০ বছরেরও বেশি সময় ধরে টমেটো চাষ করে আসা কেনিয়ার চাষী ওয়ানজা বলেন, তিনি এই বছর ৫০০ ডলার লাভের আশা করছেন। প্রথাগত পদ্ধতিতে এ পরিমাণ লাভ করা অসম্ভব ছিল বলে জানান তিনি।

চীনের এই গ্রাফটিং প্রযুক্তি থেকে উপকৃত আরেক কৃষক উইলি গিটোঙ্গা। তার দুটি গ্রিনহাউসে এখন নতুন কৌশলটি প্রদর্শন করা হচ্ছে।

গিটোঙ্গা জানালেন, রাসায়নিক কীটনাশক এবং সারের ওপর নির্ভরতা কমাতেও সাহায্য করেছে চীনা এ প্রযুক্তি।

লিউ বলেন, খাদ্য নিরাপত্তা উন্নত করতে কেনিয়ার অন্যান্য অঞ্চলেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে চীনের।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: চায়না ডেইলি