অক্টোবর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রতি দীর্ঘমেয়াদি আশাবাদ ও প্রতিশ্রুতি ধরে রেখেছেন ব্রিটিশ ব্যবসায়ীরা। সম্প্রতি চীন সফরে এসে এমনটা বলেছেন চায়না-ব্রিটেন বিজনেস কাউন্সিল (সিবিবিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বার্নেট।
পিটার বার্নেট বলেছেন, যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির গত সপ্তাহে চীন সফরটি ব্যবসায়িক আস্থা পুনরুদ্ধার করতে সাহায্য করেছে। এর আগে দুই দেশের সরকারের সংলাপ-স্বল্পতার কারণে আস্থায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল বলে ধারণা বার্নেটের।
তিনি বলেন, চীনে ব্রিটেনের বাণিজ্যিক অবস্থা স্থিতিশীল ও স্বয়ংসম্পূর্ণ। এখানকার ব্রিটিশ উদ্যোক্তারা বাজার ও গ্রাহকদের বোঝে, যে কারণে চায়না ব্রিটেন বিজনেস কাউন্সিলের একজন সদস্যও নিজেদের ব্যবসা গুটিয়ে নেননি।
তবে গত কয়েক বছরের সরাসরি দুই সরকারের মধ্যে আলাপে ঘাটতি থাকার কথা স্বীকার করেন পিটার। আস্থা ধরে রাখতে এই বিষয়টিকে বেশ জরুরি বলে মনে করেন তিনি।
চলতি বছর অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন নীতি প্রয়োগ করেছে চীনের রাজস্ব কর্তৃপক্ষ। এ বিষয়ে বার্নেট বলেন, ব্রিটিশ কোম্পানিগুলো এ ধরনের পদক্ষেপে আরও উৎসাহিত হচ্ছে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি