২০২৩ সালে চীনের উদ্ভাবনী সূচক ২০২২ সালের চেয়ে ৬ শতাংশ বেড়েছে
2024-10-27 20:23:41


অক্টোবর ২৭: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০২৩ সালে চীনের উদ্ভাবনী সূচক ছিল ১৬৫.৩; যা ২০২২ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। 


এর মধ্যে উদ্ভাবনী পরিবেশ সূচক ও উদ্ভাবনী আউটপুট সূচক ১৭৭.১ ও ১৯৯.৭। যা ২০২২ সালের চেয়ে যথাক্রমে ১০.৪ শতাংশ ও ৬.৫ শতাংশ বেড়েছে। 


সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০২৩ সালে চীনের উদ্ভাবনী সূচকের স্থিতিশীল উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। চীনের উদ্ভাবনী পরিবেশ অব্যাহত উন্নত হচ্ছে, উন্নয়নের নতুন প্রাণশক্তি জোরদার হচ্ছে এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ছে। যা উচ্চ গুণগতমানের উন্নয়নে শক্তিশালী সমর্থন যুগিয়েছে।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)