"তাইওয়ানের স্বাধীনতার" কোনো ভবিষ্যত্ নেই
2024-10-27 18:02:51

অক্টোবর ২৭: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়ান গতকাল (শনিবার) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বলেন, ২৫শে অক্টোবর ছিল জাপানি দখল থেকে তাইওয়ান পুনরুদ্ধার ৭৯তম বার্ষিকী। এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, লাই ছিং দ্য এবং অন্যরা ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের চীনে ফিরে আসার ঐতিহাসিক সত্যতা এড়িয়ে গেছেন এবং তাইওয়ানের স্বদেশিদের প্রতিরোধ যুদ্ধের স্মৃতি মুছে ফেলার জন্য ধাপে ধাপে চেষ্টা করেছেন। "তাইওয়ানের স্বাধীনতার" কোনো ভবিষ্যত্ নেই। তাইওয়ানের ভবিষ্যত্ মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ এবং চীনা জাতির মহান পুনর্জাগরণে নিহিত।

তিনি বলেন, মাতৃভূমির সম্পূর্ণ একীকরণের অনিবার্য ঐতিহাসিক প্রবণতা অপ্রতিরোধ্য। চীন আশা করে, তাইওয়ানের নিজের ইতিহাসকে সম্মান করবে, দৃঢ়ভাবে "তাইওয়ানের স্বাধীনতা" বিচ্ছিন্নতাবাদ এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করবে। পাশাপাশি, তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা এবং যৌথভাবে শান্তিপূর্ণ একীকরণের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মূল ভূখণ্ডের সঙ্গে কাজ করবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)