অক্টোবর ২৭: গত শুক্রবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাওয়ের সঙ্গে মার্কিন অ্যাপল কোম্পানির সিইও টিম কুক বৈঠক করেছেন। দু’পক্ষ চীনে অ্যাপল কোম্পানির উন্নয়ন ও চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন।
চীনের মন্ত্রী জানান, সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে উচ্চ মানের উন্মুক্তকরণ ব্যবস্থা উন্নয়নের জন্য পদ্ধতিগত দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি চীন নতুন উন্মুক্তকরণ নীতি চালু করেছে এবং বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের উদ্বেগগুলো সমাধানের জন্য কাজ করেছে। তিনি আশা করেন, অ্যাপল কোম্পানি সুযোগের গুরুত্ব বুঝতে পারবে, চীনা অংশীদারের সাথে স্থিতিশীল সহযোগিতা বজায় রাখতে পারবে এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে পারবে। চীন অব্যাহতভাবে বাণিজ্যিক পরিবেশ আরও উন্নত করবে এবং বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানকে উচ্চ মানের সেবা দেবে।
ওয়াং ওয়েন থাও জোর দিয়ে বলেন, পারস্পরিক কল্যাণ ও জয় জয় চীন-মার্কিন অর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু’দেশের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। যা দু’দেশের সম্পর্কের স্থিতিশীল শক্তি। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে নিতে চীন কাজ করতে চায়।
বৈঠকে টিম কুক বলেন, চীনের উচ্চগতির উন্নয়ন অ্যাপল কোম্পানির দ্রুতগতি ও টেকসই উন্নয়নে সাহায্য করেছে। চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক খাতের বিনিময় এগিয়ে নেওয়ার সেতু হিসাবে অ্যাপল কোম্পানি কাজ অব্যাহত রাখবে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)