অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক : সাংস্কৃতিক বিনিময় বাড়াতে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপান সফর করলেন চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের একদল প্রতিনিধি। গেল ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই দেশুলোতে সফর করেন তারা।
সফরকালে, সিনচিয়াংয়ের প্রতিনিধিরা তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে নতুন যুগে সিনচিয়াং পরিচালনায় কমিউনিস্ট পার্টির নীতিগুলো উপস্থাপন করেন। পাশাপাশি এই অঞ্চল যে ইতিহাসের সোনালি অধ্যায় পার করছে বলেও জানান তাদের।
তিন দেশের প্রতিনিধিরা সিনচিয়াংয়ের অর্থনৈতিক উন্নয়ন, জাতিগত সমতা, ধর্মীয় ঐক্য এবং সাংস্কৃতিক সংরক্ষণের অর্জনগুলোর প্রশংসা করেন।
এ ছাড়া তিন দেশের জনগণকে সাংস্কৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ সিনচিয়াং সফরের আমন্ত্রণ জানান প্রতিনিধিরা।
নাহার/ ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি