অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন ক্রমবর্ধমানমূলক নীতির বাস্তবায়ন নিয়ে স্টেট কাউন্সিলের নির্বাহী সভায় সভাপতিত্ব করেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে জোর দিয়ে, বৈঠকে ক্রমবর্ধমান নীতির প্যাকেজ বাস্তবায়ন, সময়োপযোগী নীতি মূল্যায়ন এবং কিছু নীতিমালা তীব্র করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা নীতি ও বাজারের মধ্যে মিথস্ক্রিয়ার ওপরও জোর দেন।
বৈঠকে চীনের শীতকালীন খেলা ও অর্থনীতিকে উদ্দীপিত করার একটি রূপরেখা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাকৃতিক বিজ্ঞান তহবিল প্রবিধানের একটি খসড়া সংশোধন অনুমোদন করা হয়েছে এতে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন