চীনের একীকরণে কেউ বাধা দিতে পারবে না: মুখপাত্র
2024-10-26 21:15:11

অক্টোবর ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন অবশ্যই একীকরণ করবে। ইতিহাসের এই প্রণবতাকে কোনো মানুষ বা কোনো শক্তি বাধা দিতে পারবে না।


চীনা মুখপাত্র জানান, ১৯৭১ সালের ২৫ অক্টোবর ২৬তম জাতিসংঘ সাধারণ সভায় ‘২৭৫৮নং রেজুলেশন’ পাস করা হয়। যাতে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের সব অধিকার পুনরুদ্ধার করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিনিধি হলেন জাতিসংঘে চীনের একমাত্র বৈধ প্রতিনিধি- এ বিষয়েও স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি, জাতিসংঘ ও তার সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাইওয়ান কর্তৃপক্ষের প্রতিনিধিদের বহিষ্কার করা হয় দ্রুত। এ সিদ্ধান্তে স্পষ্টভাবে পরিষ্কার করা হয়েছে যে ‘দুটি চীন’ ও ‘এক চীন, এক তাইওয়ানের’ অস্তিত্ব নেই। চীনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে, জাতিসংঘসহ সার্বভৌম দেশের অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংস্থায় অংশ নেওয়ার কোনো কারণ, ভিত্তি ও অধিকার তাইওয়ানের নাই।


চীনা মুখপাত্র জোর দিয়ে বলেছেন, একচীন নীতি ও জাতিসংঘের  সাধারণ সভার ‘২৭৫৮নং রেজুলেশন’ অগ্রাহ্য করার যে কোনো অপচেষ্টা ইতিহাসের প্রবণতার বিরুদ্ধে যায়, এবং তা অবশ্যই ব্যর্থ হবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)