চীনের উভচর বিমানের স্বল্প গতির উড্ডয়ন পরীক্ষা
2024-10-26 17:50:11

অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এজি৬০০’ উভচর বিমানের দ্য ভেলোসিটি মিনিমাম আনস্টিক বা ন্যূনতম উড্ডয়ন গতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলো চীন। শুক্রবার উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ফুছেংয়ে এ পরীক্ষা করা হয়।

এই পরীক্ষায় বিমানের পেছনের অংশ ভূমিতে স্পর্শ করানো হয়, তারপর যত কম গতিতে উড্ডয়ন করা সম্ভব তা নির্ধারণ করা হয়। এই পরীক্ষাটি একটি বিমান কত কম গতিতে টেকঅফ করতে পারে তা নির্ধারণ করে। পাশাপাশি একটি বিমানের নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। বিশেষ করে কার্গো বিমানের ক্ষেত্রে, কম গতিতে উড়তে পারার ক্ষমতা খুবই জরুরি। এছাড়া পরবর্তী উড্ডয়নগুলো নিরাপদ এবং অনুমোদিত হবে কিনা তা এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে।

এই পরীক্ষার সফলতা বিমানটির বাণিজ্যিক অনুমোদন পাওয়ার পথও সুগম করেছে।

ভেলোসিটি মিনিমাম আনস্টিক পরীক্ষা কার্গো বিমানের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং উচ্চ ঝুঁকির বিষয়গুলো মধ্যে একটি।

শুভ/ফয়সল