অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এ রিয়াবকভের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ ফেডারেশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ‘পরিপক্ক’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ব্রিকস প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান। উপ-পররাষ্ট্রমন্ত্রী ব্রিকস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন করে প্রতিশ্রুতির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশ্বস্ত করেন যে রাশিয়ার সরকার ভবিষ্যতের সম্প্রসারণকালে ব্লকে বৃহত্তর ভূমিকার জন্য বাংলাদেশকে সমর্থন করবে।
বৈঠকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের সিডিএ ফয়সাল আহমেদ এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাহার/ফয়সল