অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি বিডিএস বা বেইতু ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম অ্যাপ্লিকেশনগুলোর ওপর তৃতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার চীনের হুনান প্রদেশের চুচৌতে শুরু হয়েছে। এ আয়োজনের লক্ষ্য হলো বেইতুর অ্যাপ্লিকেশন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে শিল্প-প্রতিষ্ঠানের উন্নয়ন বিকশিত করা।
দুই দিনব্যাপী এই সম্মেলনে এক হাজার ৮০০ জনেরও বেশি চীনা ও আন্তর্জাতিক গবেষক, উদ্যোক্তা ও কর্মকর্তা অংশ নিয়েছেন। স্মার্ট লজিস্টিকস এবং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশনসহ বিভিন্ন খাতজুড়ে বিডিএস অ্যাপ্লিকেশনগুলো প্রদর্শনের জন্য বুথ স্থাপন করেছেন আয়োজকরা।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ পরিচালক সিয়াং লিবিন বলেছেন, চীনের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোয় বিডিএস অ্যাপ্লিকেশন দ্রুত প্রসারিত হচ্ছে। পরিবহন, জ্বালানি, প্রাকৃতিক সম্পদ এবং জরুরি প্রতিক্রিয়ার মতো ক্ষেত্রে বেইতুর কভারেজের হার ৯০ শতাংশ ছাড়িয়েছে বলেও জানান তিনি।
সম্মেলনে বলা হয়েছে, বিডিএস পরিষেবা এবং সম্পর্কিত পণ্যগুলো ১৩০টিরও বেশি দেশে রপ্তানি হয়েছে।
চীনের স্যাটেলাইট ন্যাভিগেশন এবং অবস্থান পরিষেবা শিল্পের উন্নয়ন সম্পর্কিত শ্বেতপত্রে বলা হয়েছে, ২০২৩ সালে চীনের স্যাটেলাইট নেভিগেশন এবং অবস্থান পরিষেবা শিল্পের মোট আউটপুট মূল্য ৫৩৬ দশমিক ২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
চীনের তৈরি বেইতু নেভিগেশন সিস্টেম যাত্রা শুরু করে ১৯৯৪ সালে। বিডিএস-১ ও বিডিএস-২ নির্মাণ সম্পন্ন হয়েছিল যথাক্রমে ২০০০ ও ২০১২ সালে সম্পন্ন হয়েছিল। বিডিএস-৩ সম্পন্ন হয় ২০২০ সালের ৩১ জুলাই।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন