অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতি যতো বৃদ্ধি পাচ্ছে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ। ২০২৪ সালের প্রথম নয় মাসে দেশটিতে ১ কোটি ৪ লাখ ৯০ নতুন চাকরি সৃষ্টি হয়েছে এবং সামগ্রিক কর্মসংস্থান স্থিতিশীল রয়েছে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটির সরকার গুরুত্বপূর্ণ সেক্টরে নতুন কর্মী নিয়োগ করছে। মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শিক্ষা, কৃষি, চিকিৎসা সেবা এবং দারিদ্র্য বিমোচনের মতো কর্মসূচিতে ৪৩ হাজার কলেজ স্নাতককে তৃণমূল পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। এই নতুন কর্মীরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করবেন।
সরকার দারিদ্র্য দূর করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি