চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ সঙ্গে থাকবে: মুখপাত্র
2024-10-26 21:15:51


অক্টোবর ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে জানান, আন্তর্জাতিক পরিস্থিতি যত পরিবর্তন হোক না কেন, চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ সঙ্গে থাকবে, ‘গ্লোবাল সাউথের’ উন্নয়ন ও পুনরুজ্জীবনে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি কখনওই পরিবর্তন হবে না। চীন অব্যাহতভাবে ‘গ্লোবাল সাউথের’ দেশগুলোর সাথে একযোগে ব্রিক্স বিষয়ক সহযোগিতার উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেবে এবং ‘গ্লোবাল সাউথের’ একতা ও সহযোগিতার নতুন অধ্যায় সৃষ্টি করবে।


তিনি জানান, শুক্রবার ব্রিক্স বিষয়ক শীর্ষসম্মেলন রাশিয়ার কাজানে সুষ্ঠুভাবে আয়োজন করা হয়। প্রেসিডেন্ট সি চিন পিং এতে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। এতে তিনি তিনটি প্রস্তাব উত্থাপন করেছেন। তা হলো শান্তি রক্ষা করা এবং অভিন্ন নিরাপত্তা বাস্তবায়ন করা; উন্নয়ন পুনরুদ্ধার করা এবং সার্বিক সমৃদ্ধি বাস্তবায়ন করা; একযোগে সভ্যতা উন্নত করা এবং বহুমুখী সম্প্রীতি বাস্তবায়ন করা। 


চীনা মুখপাত্র বলেছেন, এ তিনটি প্রস্তাব এবং তিনটি বিশ্বের উদ্যোগ গ্লোবাল সাউথের শান্তি, উন্নয়ন ও সহযোগিতা বাস্তবায়নের জরুরি চাহিদার জবাব দিয়েছে। পাশাপাশি, তাতে চীন গ্লোবাল সাউথের সঙ্গে হাতে হাত রেখে একযোগে এগিয়ে যাওয়া এবং উন্নয়নের দৃঢ়তাও প্রতিফলিত করেছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)