অক্টোবর ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি দেশের বেসামরিক কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক প্রশাসন ব্যবস্থা ভালোভাবে সিপিসির নীতি মেনে চলে, কার্যকরভাবে দায়িত্ব পালন করে, বিভিন্ন কাজে নতুন অগ্রগতি অর্জন করেছে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ বাস্তবায়নে গণজীবিকাকে শীর্ষ স্থানে রাখতে হবে। নতুন যুগে এবং নতুন যাত্রায়, সিপিসির বিভিন্ন স্তরের কমিটি ও সরকারকে সর্বস্তরের জন-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলতে হবে, নাগরিক বিষয়ক কাজের উপর নেতৃত্বকে শক্তিশালী করতে হবে, সর্বজনীন, মৌলিক ও ব্যাপক জনগণের জীবিকা নির্মাণকে শক্তিশালী করতে হবে এবং জনগণের প্রত্যক্ষ ও বাস্তব স্বার্থের সমস্যা সমাধান করতে হবে। যে বিষয়ে জনগণ সবচেয়ে বেশি উদ্বিগ্ন, সেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।
১৫তম চীনের জাতীয় বেসামরিক প্রশাসন বিষয়ক সম্মেলন শুক্রবার ও শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সম্মেলনে উপস্থিত ছিলেন।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)