৯ মাসে চীনের ইস্পাত রপ্তানি বেড়েছে ২১ শতাংশ
2024-10-26 18:11:46

অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: এই বছরের ৯ মাসে চীনের ইস্পাত রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ২১ দশমিক ২ শতাংশ। শুক্রবার চায়না আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (সিআইএসএ) এ তথ্য জানিয়েছে।

তথ্যে দেখা গেছে, চীন গত ৯ মাসে মোট ৮ কোটি ৭ লাখ ১০ হাজার টন ইস্পাত রপ্তানি করেছে।

সিআইএসএ-এর ভাইস প্রেসিডেন্ট চিয়াং ওয়েই বলেন, শিল্প পুনর্গঠনকে উন্নত করার সঙ্গে ইস্পাতের ব্যবহার উন্নত হয়েছে। বিশেষ করে নতুন জ্বালানি শিল্প, উচ্চ-সম্পদ সরঞ্জাম উৎপাদন শিল্প এবং বৈদ্যুতিক যানবাহন শিল্পের ক্ষেত্রে ইস্পাতের ব্যবহার দ্রুত প্রসারিত হয়েছে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি