অক্টোবর ২৬: গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক কর্মগ্রুপের ষষ্ঠ সম্মেলন আয়োজিত হয়েছে।
এতে দু’পক্ষ দু’দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও নীতি, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, নিম্ন আয়ের দেশগুলোর তারল্য সংকট মোকাবিলায় যৌথভাবে সাহায্য করা এবং পরবর্তী যোগাযোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে গভীর, বাস্তবভিত্তিক ও গঠনমূলক মতবিনিময় করেছে।
এ ছাড়া চীন সম্মেলনে প্রধানত চীনের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং চীনের নেওয়া ধারাবাহিক নীতি অবহিত করেছে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, রুশ সম্পর্কিত নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন চলাকালে, চীনের উপ-অর্থমন্ত্রী লিয়াও মিন এবং মার্কিন উপ-অর্থমন্ত্রী জে শামবাঘ যৌথভাবে এ সম্মেলনে সভাপতিত্ব করেছেন।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)